নিউজ ডেস্ক: ঠান্ডার রেশ তেমন নেই। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বিদায় নেবে শীত। উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা থাকলেও দক্ষিণে আংশিক মেঘলা আকাশ,আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।
দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে হালকা বৃষ্টি। তবে উত্তরের বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া। নেই বৃষ্টির সম্ভাবনা। আগামী তিন-চার দিনের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গে। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন ঘটবে না।
অন্যদিকে,গোটা বঙ্গে সকালে কুয়াশার চাদরে মোড়া থাকবে। বিহার ঝাড়খণ্ড লাগোয়া জেলায় ঘন কুয়াশার ফলে কমবে দৃশ্যমানতা। শুক্রবার রাত থেকেই সামান্য পারদ পতন হবে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতে আবহাওয়া পরিবর্তন হয়েছে বাংলায়। অসম ও জম্মু কাশ্মীরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী তিন চার দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।
পাশাপাশি,কলকাতায় বর্তমানে ২০ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকলেও শনিবারের মধ্যে তা ১৬-১৭ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। তবে কলকাতাতে ১৫ ডিগ্রির নীচে তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।