নিউজ ডেস্ক: টানা তিনদিন পতনের পর আজ অবশেষে এল সুখবর। শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারে পেটিএম এর শেয়ার। সূত্রের খবর, সোমবার ৫ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করেছেন পেটিএমের প্রতিষ্ঠাতা সিইও বিজয় শেখর শর্মা। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওপর রিজার্ভ ব্যাঙ্কের কিছু নিষেধাজ্ঞা নিয়ে হয়েছে এই বৈঠক। সূত্রের উল্লেখ করে এই খবর জানিয়েছে রয়টার্স। মূলত, অনুমোদিত পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (PPBL)-এর উপর আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে হয়েছে এই আলোচনা।
শেষ তিনদিনে ২০,৫০০ কোটি টাকার ক্ষতির পর আজ ঘুরে দাঁড়িয়েছে পেটিএমের শেয়ার। এদিন স্টকটি ৫% বেড়ে বিএসইতে ৪৫৯ টাকা ডে হাই ছুঁয়েছে। সম্প্রতি গ্লোবাল ব্রোকারেজ ফার্ম ৬০০ টাকার টার্গেট মূল্য দিয়েছে পেটিএমকে। তারপরই বেড়েছে শেয়ারের প্রাইস। এ ছাড়াও কোম্পানিতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে মর্গ্যান স্ট্যানলি।
প্রসঙ্গত,শেয়ার পরে যাওয়ার পর পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা কর্মীদের আশ্বস্ত করে জানিয়েছেন, কোথাও কোনও ছাঁটাই হবে না। কারণ কোম্পানির তার মতো করে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডকে প্রায় সমস্ত বড় ব্যাংকিং পরিষেবা – আমানত গ্রহণ, FASTag এবং ক্রেডিট লেনদেন সরবরাহ করতে নিষেধ করার পরেও সংস্থাটি লড়াই চালিয়ে যাচ্ছে।হয়তো এবার সেই লড়াই এরই ফল পাবে পেটিএম সংস্থা।