নিউজ ডেস্ক: ফের একবার হাইকোর্টে ভর্ৎসনার মুখে ইডি। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় শুনানি ছিল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্তের গতি নিয়ে সন্তুষ্ট নন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর কথায় “যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, ED আর কিছুই পাবে না।”
২০১৯-এ শুরু হওয়া তদন্ত ২০২৪-এও শেষ হয়নি। ইডি কি ভেবেছিল সবকিছু মসৃণ হবে?এমনই প্রশ্ন বিচারপতির। মঙ্গলবার প্রাথমিক দুর্নীতি মামলায় ইডি তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। বিচারপতির প্রশ্নের উত্তরে ইডির তরফ থেকে জানানো হয়, “এই দুর্নীতির তদন্তে আমরা আরও কিছু সম্পত্তি চিহ্নিত করেছি। বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে।”এরপর পাল্টা বিচারপতি প্রশ্ন করেন, “বাজেয়াপ্ত করতে এত সময় কেন লাগছে?ধীরগতিতে তদন্তে ইডি আর কিছুই পাবেনা”,শুনানি চলাকালীন এমনই মন্তব্য করেন বিচারপতি।
প্রসঙ্গত, তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তকে বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। উল্লেখ্য কয়েক মাস আগে পাটুলিতে এই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করে ইডি। বাপ্পাদিত্যের কাছে নিয়োগ দুর্নীতির অনেক তথ্য থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তাই তাঁকে তলব করে জেরা করতে চাইছেন তাঁরা। সেইকারনে বৃহস্পতিবার বাপ্পাদিত্যকে তাঁর যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলির নম্বর সহ আরও কিছু নথি নিয়ে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে, ইডির এই তলবে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত হাজিরা দেবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।