নিউজ ডেস্ক: নাবালিকার সাথে প্রেম করে পালিয়ে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হতে হল শিলিগুড়ির এক যুবককে। ঐ নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। গ্রেফতার হৃত্বিক চক্রবর্তী নামে এক যুবক। শিলিগুড়ির মাটিগড়া থানার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এলাকার ঐ যুবককে আজ ভোরে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ।
আশিঘর আউটপোস্টের পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফকদইবাড়ি এলাকার এক নাবালিকাকে ওই যুবক ফুঁসলিয়ে অপহরণ করে এই অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আশিঘর আউট পোস্টের পুলিশ আজ ভোররাতে মাটিগাড়া এলাকা থেকে ওই নাবালিকা এবং ঋত্বিক চক্রবর্তীকে উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে ওই নাবালিকার সাথে রিত্তিকের ভালোবাসার সম্পর্ক ছিল। গত ৩১ তারিখ ওই নাবালিকাকে ঋত্বিক চক্রবর্তী অপহরণ করে বলেই অভিযোগ দায়ের হয়েছিল আশিঘর আউটপোস্টে। উদ্ধার হওয়া ওই নাবালিকাকে আইন অনুযায়ী হোমে পাঠিয়েছে আশিঘর আউটপষ্টের পুলিশ। অপরদিকে প্রেমিক ঋত্বিক চক্রবর্তীকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে আশিঘর আউটপোস্টের পুলিশ।