নিউজ ডেস্ক: অযোধ্যায় এসে পৌঁছল মক্কা-মদিনার প্রথম ইট। অযোধ্যার রাম মন্দিরের পাশেই এবার তৈরি হবে দেশের সবচেয়ে বড় মসজিদ। অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় ধন্নিপুরে যে ৫ একর জমি দেওয়া হয়েছে সেই জমিতেই তৈরি হবে এই মসজিদ। নবীর নামানুসারে নতুন মসজিদের নাম হবে মসজিদ মহম্মদ বিন আবদুল্লাহ।
অযোধ্যার রাম মন্দির নির্মাণের পাশাপাশি মসজিদ নির্মাণে আগেই সম্মতি জানিয়েছিল হাইকোর্ট। এবার সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মক্কা ও মদিনা থেকে শোধন করা প্রথম ইট এসে পৌঁছল ভারতে। মসজিদ মহম্মদ বিন আবদুল্লাহ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং ইন্দো-ইসলামিক কালচার ফাউন্ডেশনের সদস্য হাজি আরাফাত শেখের বাড়িতে আপাতত কিছুদিনের জন্য ইটগুলি রাখা আছে। তবে ১২ মার্চ রমজান ঈদের পর অযোধ্যার ধন্নিপুরে এই ইট গুলি নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত,মুম্বইয়ের একটি ইট ভাটায় তৈরি হয় ইটগুলি।ইটগুলি তৈরি করা হয়েছে কালো মাটি দিয়ে। শুধু তাই নয়, মসজিদের নাম এবং কোরানের অনুচ্ছেদ খোদাই করা হয়েছে এই ইট গুলির গায়ে। ইট তৈরির পর পাঁচজন ভক্ত এসে এই ইট গুলি শোধন করার জন্য নিয়ে যান মক্কায়। তারপর মক্কায় ইটগুলির পবিত্র শোধন প্রক্রিয়া করা হয়। জানা যায় ইটগুলি মক্কার নিকটবর্তী জ্যাম জ্যাম ঝর্ণার পবিত্র জল দিয়ে এবং মদিনায় আতর দিয়ে শোধন করা হয়।
বাবরি মসজিদ থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই নতুন মসজিদের অন্দরে থাকবে বিশ্বের সর্ববৃহৎ কোরান। থাকবে একটি অ্যাকোরিয়াম। যেটি দুবাইয়ের বিখ্যাত অ্যাকোরিয়ামের থেকেও বড়। ডেভেলপমেন্ট কমিটির প্রধান হাজি আরাফাত শেখ জানান,চলতি বছরের এপ্রিল মাস থেকে মসজিদের নির্মাণ শুরু হবে। ইতিমধ্যেই মসজিদের একটি ব্লু প্রিন্টও প্রকাশ্যে এসেছে।মসজিদ কমিটি বলেছে যে মসজিদের জন্য ২৯ ফেব্রুয়ারি একটি নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হবে। সেখানে থাকা QR কোডকে মসজিদ নির্মাণের জন্য সবাই অনুদান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে।