নিউজ ডেস্ক: তিন মাস পরেই হবে বাবার অবসর। তারই মধ্যে বাবার মৃত্যু ঘটলেই চাকরি পাওয়া যাবে! এই লোভেই বাবাকে খুন করার ছক কষে গুণধর ছেলে। চলতি বছরের জানুয়ারি মাসের কুড়ি তারিখ অন্ডালের শ্যামসুন্দরপুরের বছর ৫৯ এর খনি কর্মী এত আড়ি মিয়া কাজ থেকে বাড়ি ফিরে বাজারে বের হন। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না এত আড়ি মিয়াকে। দুদিন ধরে নিখোঁজ থাকার পর ওই মাসের ২৩ তারিখ শ্যামসুন্দরপুরের জঙ্গল থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় এত আড়ি মিয়ার দেহ। মৃতদেহ উদ্ধার করে তদন্তে নামে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার হয় ছেলে আব্দুল হাকিম। পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এত আড়ি মিয়ার ছেলে আব্দুল হাকিম বাবাকে খুন করার ছক করছিল বহুদিন আগে থেকেই। তিন মাস পরেই অবসর হবে এত আড়ি মিয়ার। তারই মধ্যে শ্যামসুন্দরপুরের জঙ্গলে এত আড়ি মিয়াকে শ্বাসরোধ করে খুন করে ছেলে আব্দুল হাকিম। যাতে চেনা না যায় সেজন্য ইঁট দিয়ে থেঁতলে দেওয়া হয় মুখও। এই ঘটনার পিছনে আরও কোন রহস্য রয়েছে কিনা ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে অন্ডালের উখড়া ফাঁড়ির পুলিশ।