নিউজ ডেস্ক: পথে নেমে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে শুরু করেছে বঙ্গ বিজেপি। আজ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন। শুভেন্দু অধিকারী রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘মমতাকে প্রাক্তন করে তবে বিশ্রাম নেম। চোর মমতা একটাও ভোট পাবে না এখানে।’ পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে বিজেপি কর্মীদের উপরে পুলিশ নির্যাতন করছে বলে অভিযোগ। তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দলীয় কর্মীদের পাশে দাঁড়াতকে ভূপতিনগরে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন। তাঁদের বাড়ি গিয়েছে মহিলাদের কাছে অভিযোগ শোনেন। সেখানে শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে গ্রামবাসীরা অভিযোগ করেছেন বিজেপি করার অপরাধে তাদের উপর পুলিশি নির্যাতন হচ্ছে। তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তাঁদের অভিযোগ শুনে শুভেন্দু অধিকারী বলেছেন নন্দীগ্রামের কায়দায় যেন তাঁরা প্রতিবাদ গড়ে তোলেন। কোনও রকম নোটিস ছাড়া যদি পুলিশ গ্রামে ঢোকে তাহলে শাঁখ বাজিয়ে সকলকে সচেতন করে একত্রে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এই কাজে গ্রামবাসীদের সঙ্গে তিনি পাশে রয়েছেন। স্থানীয় বিধায়ককে তিনি এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন। যেন পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় তার খোঁজ খবর নিতে বলেছেন তিনি। ভূপতি নগরে বিজেপি করায় গ্রামবাসীদের উপর পুলিশ অত্যাতার করছে বলে অভিযোগ করেছেন তিনি। আইনি পথে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন তাঁরা। এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা