নিউজ ডেস্ক: একদিন আগেই হয়েছে জোড়া বিষ্ফোরণ। নাশকতার হুমকির মাঝেই বৃহস্পতিবার নির্বাচন শুরু হল পাকিস্তানে। ভারতীয় সময় সকাল ৮ টায় নির্বিঘ্নে শুরু হয় ভোট গ্রহন। তবে বেশিরভাগ ভোট কেন্দ্র বেলা গড়াতেই ফাঁকা। একইসঙ্গে বন্ধ করে দেওয়া হল মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি পাক প্রশাসনের। যদিও ইমরান খানের দলের অভিযোগ ভোট রিগ করতে যাতে সেনার কোন অসুবিধে না হয় তাঁর জন্যই এই পদক্ষেপ নিয়েছে সেনা।
Tags: imran khannawaz sharifpakistan electionpakistan election 2004pti