নিউজ ডেস্ক: কলকাতা থেকে জেলা, সর্বত্র একই ছবি। ফেব্রুয়ারি শুরু হতেই গোটা বাংলা থেকে উধাও হয়েছিল শীত। তবে আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিল, পরিবর্তন হবে আবহাওয়ার। আবার ফিরবে শীতের আমেজ। সেই কথাই ফলে গেল অক্ষরে-অক্ষরে। আবারও উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার আমেজ বাংলার বুকে। সামান্য হলেও পারাদ পতন দেখা যাবে জেলায় জেলায়।
একদিনেই তিন ডিগ্রির বেশি পারদপতন হল কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নামেছে ১৬.৭ ডিগ্রিতে। যেমনটা পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর ঠিক তেমনটাই হল। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই আবার ফিরে এল শীত। জোরদার হল উত্তরের পশ্চিমী বাতাস। যদিও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর এই আবহাওয়া খুব বেশিদিন স্থায়ী হবে না। এমাসের শেষেই এবারের মত পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত। মোটের উপর আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের একবার ঠান্ডার অনুভূতি জোরালো হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের একবার আবহাওয়ায় বদলের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এবছর উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা শীতের দাপট ভালোমতো লক্ষ্য করা গিয়েছে। এরইমধ্যে দার্জিলিং, কালিম্পঙে হাড়কাঁপানো শীতে ভিড় জমিয়েছে পর্যটকের দল। সব মিলিয়ে এবারের শীত বেশ উপভোগ্য হয়েছে বলেই মনে করছেন উত্তরবঙ্গের অনেকে।
তবে জানা গেছে, আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা। সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলবে বঙ্গে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। তবে আলিপুর সূত্রে খবর শীতের আমেজ সামান্য ফিরতে পারে সপ্তাহের শেষে।