নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ছাত্র দেখে অ্যাডমিট কার্ড নেই তার কাছে। বাড়িতে ভুলে যাওয়া অ্যাডমিট কার্ড পুলিশের তৎপরতায় নিয়ে এসে পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। জানা গেছে এদিন অংক পরীক্ষা ছিল ওই পরীক্ষার্থীর। পরীক্ষার্থীর নাম অরবিন সিংহ। ইসলামপুর হাই স্কুলের ছাত্রসে। তার পরীক্ষার সেন্টার পড়েছে চোপড়াঝার আদর্শ বালিকা বিদ্যালয়ে।
জানা গেছে এদিন বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা সেন্টারে যাওয়ার সময় সে দেখে তার অ্যাডমিট কার্ড নেই। কার্ড আনতে ভুলে গেছে সে। এরপর ইসলামপুর বাস টার্মিনাসে ট্রাফিক পুলিশের হেল্প ডেস্কে যোগাযোগ করে সে। পুলিশ সাহায্যের জন্য এগিয়ে আসে। তাকে বাইকে বসিয়ে বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেয় এক পুলিশ কর্মী। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ইসলামপুর বাস টার্মিনাসে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হেল্প ডেস্ক বানানো হয়েছে এবং দুজন ট্রাফিক পুলিশ সেখানে উপস্থিত থাকেন। যদি কোন পরীক্ষার্থীর অসুবিধা হয়। দ্রুত সমাধান করার চেষ্টা করবে ট্রাফিক পুলিশ।