নিউজ ডেস্ক: পর্যটক কমছে দিঘায়। নেপথ্যে
কি দিঘা গণধর্ষণ কান্ড? আতঙ্ক গ্রাস করেছে
দিঘায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন পর্যটকরা। এখনও অধরা দুই অভিযুক্ত। যুক্ত হয় নি গণধর্ষণের ধারা। বিরোধীদের অভিযোগ রাজ্যে আইনের শাসনের কাঠামো ভঙ্গুর হয়ে পড়েছে।
এই অবস্থায় দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে এই দাবি জোরালো
হচ্ছে। রাজ্যে ধর্ষন ও গণধর্ষনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। যেন ধর্ষনের
মুক্তাঞ্চল হয়ে উঠছে বাংলার বিভিন্ন প্রান্ত।
প্রসঙ্গত, রবিবার এক
পর্যটককে সস্তায় হোটেল পাইয়ে দেওয়ার নামে, ভুলিয়ে ভালিয়ে
নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। যুবতীর পুরুষ বন্ধুকে
গাছের সঙ্গে বেঁধে, তাঁর সামনেই যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে
অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু, সৈকত সুন্দরী দিঘায় এমন নারকীয় ঘটনাকে কেন্দ্র আতঙ্ক দানা বাঁধতে শুরু
করেছে পর্যটকদের মনে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাঁদের
নিরাপত্তার বিষয়ে। এসবের মধ্যেই এবার ঝাটা হাতে পথে নামলে বিজেপি।
দিঘার ওই নক্ক্যারজনক ঘটনার প্রতিবাদে ও
দোষীদের কঠোর শাস্তির দাবিতে দিঘার রাস্তায় পদ্মফুলের পতাকা আর ঝাটা হাতে চলল
মিছিল। নিউ দিঘা থেকে থেকে শুরু হয়ে গোটা সৈকত শহর ঘুরে মিছিল শেষ হয় দিঘা থানার
সামনে গিয়ে। দিঘা থানায় ঘেরাও করে চলে প্রতিবাদ। এই প্রতিবাদ মিছিলের প্রথম
সারিতে ছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও উত্তর কাঁথির
বিধায়িকা সুমিতা সিনহা।