নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাংলায় আনাগনাও ততই বাড়ছে। ফেব্রুয়ারির শেষের দিকে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে হতে চলা দুদিনের রাষ্ট্রীয় অধিবেশনের পরেই জানা যাবে কবে রাজ্যে আসবেন শাহ। স্বরাষ্ট্র মন্ত্রীর পাশাপাশি রাজ্যে আসতে পারেন জে পি নাড্ডাও।
জানা গেছে,এবারের রাজ্য সফরে তাঁরা কোনোরকম সমাবেশ করবেন না। কারণ,রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক।এরপরই শুরু হবে উচ্চমাধ্যমিক পরিক্ষা। চলবে মাসের শেষ অব্দি। তাই পরীক্ষা না মেটা পর্যন্ত মাইক লাগিয়ে সমাবেশ করা যাবে না। বিজেপি সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রীর ফেব্রুয়ারি সফরে মূলত সাংগঠনিক বৈঠক হবে। সেই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে বৈঠকও করতে পারেন তাঁরা। বৈঠকের পাশাপাশি হবে কর্মিসভাও। তবে সবটাই হবে কোনও হলে বা প্রেক্ষাগৃহে।
প্রসঙ্গত,২৯ নভেম্বর কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন ধর্মতলায় সভা করে যাওয়ার পরে ডিসেম্বরের শেষে আবার দুদিনের সফরে ২৫ তারিখ বঙ্গে এসেছিলেন তিনি। সঙ্গী ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সাংগঠনিক বৈঠক ছিল সে বার। জানুয়ারির শেষ রবিবারও তাঁর আসার কথা ছিল রাজ্যে।জানা গেছে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি, পূর্ব মেদিনীপুরে বিজেপির কর্মী সমাবেশও ছিল সেবার। তবে চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই জানা যায়, শাহ আসছেন না।
প্রসঙ্গত, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপিকে বাংলা থেকে অন্তত ৩৫টি লোকসভা আসন জেতার টার্গেট দিয়েছে। এমন অবস্থায়, প্রচার থেকে শুরু করে নির্বাচনী কর্মকাণ্ডে যাতে কোনও ফাঁক না থাকে সেই কারণে অমিত শাহের বারংবার আগমণ হচ্ছে বঙ্গে,এমনটাই মনে করছে আম জনতা।