নিউজ ডেস্ক: লক্ষ্মীভান্ডার প্রকল্পের ভাতা
মাসিক ৫০০ থেকে বেড়ে ১০০০, এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের
নতুন ভাতা কার্যকর
.ST SC দের লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ১০০০
থেকে বেড়ে ১২০০
.ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মাসিক
১০০০ টাকা ভাতা বাড়ানোর ঘোষণা
.চলতি বছরের মে মাস থেকে কার্যকর নতুন
প্রকল্প কর্মশ্রী।বছরে কমপক্ষে ৫০ দিনের কাজ নিশ্চিত করবে রাজ্য
.অবসরকালীন সুবিধা ৩ লক্ষ থেকে বেড়ে ৫ লক্ষ
. পুলিশদের মাসিক বেতন ১০০০ টাকা বৃদ্ধি করা
হল
.রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা ১০ শতাংশ
থেকে বেড়ে ২০ শতাংশ।
. মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প
সমুদ্রসাথী।এপ্রিল থেকে জুন পর্যন্ত ৫০০০টাকা করে সাহায্য
. ৪% ডিএ বৃদ্ধি,মে মাস
থেকে কার্যকর
. নিউটাউনে ৭ কিমি দীর্ঘ উড়ালপুলের ঘোষণা
. পর্যটকদের আরও সুবিধা বাড়াতে গঙ্গাসাগরে
সেতু নির্মাণের ঘোষণা
.সরকারি দফতরে শূন্যপদ নিয়োগে জরুরি ভিত্তিতে
ব্যবস্থা। ৫ লাখ চাকরির ঘোষণা
.আলুচাষিদের সহায়তা, শস্য
বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণ ভাবে বহন করবে। অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ তার
জন্য
.একাদশ শ্রেণী থেকেই ট্যাব বা স্মার্ট ফোন
কেনার জন্য এককালীন ১০০০০ টাকা প্রদান।
বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কেন্দ্রের ১০০ দিনের কাজের পাল্টা এবার রাজ্যের ৫০ দিনের কাজ দেবে। ১০০ দিনের প্রকল্পে রাজ্যের পাওনা দিচ্ছে না কেন্দ্র। বাংলায় বেকারত্বের হার দেশের থেকে ৩ শতাংশ কম। বছরে ২ মাসের জন্য মৎস্যজীবীদের ৫০০০টাকা ভাতা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা,জনজাতি মহিলাদের জন্য ভাতা বেড়ে ১০০০ থেকে ১২০০টাকা করা হলো। ভোটের মুখে আরো ৪ শতাংশ ডিএ ঘোষণা রাজ্য সরকারের । আরো ৪% শতাংশ ডিএ কেন্দ্রের সঙ্গে ফারাক ৩২ শতাংশের ।চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে মহার্ঘ ভাতা। সিভিক ভলেন্টিয়ার ,গ্ৰীণপুলিশ, ভিলেজ পুলিশের ভাতা বাড়ল হাজার টাকা। বছরে ৫০ দিনের কাজ রাজ্য সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী, চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন প্রকল্প কর্মশ্রী ।ভোটের মুখে কেন্দ্রের মনরেগার পাল্টা রাজ্যের কর্মশ্রী প্রকল্প।। নিউ টাউনে ৭ কিলোমিটার দীর্ঘ উড়াল পুলের ঘোষণা”।