নিউজ ডেস্ক: উত্তর দিনাজপুরের ইসলামপুরের দুটি ওষুধের দোকান সিল করে দিল মহকুমা প্রশাসন। ড্রাগ লাইসেন্স সহ অন্যান্য বৈধ কাগজপত্র আধিকারিকদের দেখাতে না পারার কারনেই দোকান সিল করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। দোকান মালিকের দাবি তাদের কাছে ওষুধ বিক্রির ড্রাগ লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্বেও তাদের বিরুদ্ধে জুলুম করা হচ্ছে।
সুত্রের খবর ইদলামপুরের হাসপাতালপাড়ার বৃহস্পতিবার দুটি ওষুধের দোকানে ড্রাগ লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে আসেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। মহকুমা প্রশাসনের আধিকারিকরা দোকানে ড্রাগ লাইসেন্স ডিসপ্লে না থাকায় তারা দুটি দোকানের সাটার বন্ধ করে দিয়ে সিল করে দেন। দোকান মালিকদের দাবি তারা দোকান রঙ করার কারনে ড্রাগ লাইসেন্স ডিসপ্লে করেন নি। রঙ সম্পূর্ণ হবার পর পূণরায় সেই কাগজপত্র ডিসপ্লে করে দেবেন । সরকারি নিয়ম মেনেই এই ওষুধের দোকান চলছে।তবুও মহকুমা প্রশাসনের আধিকারিকরা তাদের উপর অফিসার রাজ চালাচ্ছেন। এনিয়ে ইসলামপুর মহকুমার ডেপুটি ম্যাজিষ্ট্রেট সুমিতা সেনগুপ্ত কিছু বলতে রাজী হন নি।