নিউজ ডেস্ক: বিদায়ের পথে এগিয়েও আবার পাল্টি
খেল আবহাওয়া। বঙ্গে আবার ফিরল শীত। মাঘের মাঝে যেমন গরমের অনুভূতি হচ্ছিল, তা থেকে মিলেছে সাময়িক স্বস্তি। শীতপ্রেমীদের
জন্য সুখবর, আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দুদিন তাপমাত্রা কিছুটা নামবে। সপ্তাহের শেষে কিছুটা হলেও শীতের
আমেজ ফিরবে। ভোরে ও রাতের দিকে হালকা উত্তরে হাওয়ার পূর্বাভাস রয়েছে। শনিবার
পর্যন্ত থাকবে শীতের এই আমেজ।
কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি এবং জেলায় ১০
ডিগ্রির কাছাকাছি নেমেছে পারদ। তবে রবিবার থেকে ফের আবহাওয়া পরিবর্তন হবে।
বুধবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে শনিবার
পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
তবে এই আমেজ ক্ষণস্থায়ী। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।
মঙ্গলবার থেকে আবার মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী দুদিন
সকালে হালকা কুয়াশারও পূর্বাভাস মিলেছে।
বেলা বাড়লে দেখা মিলবে পরিস্কার আকাশের। তবে কোথাও থাকবে আংশিক মেঘলা
আকাশ। ফলে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকার কথা।
পশ্চিমের জেলাগুলিতে ফের একবার জাঁকিয়ে শীতের
আমেজ অনুভূত হবে আগামী কয়েকদিন। দুই ২৪ পরগনা, হাওড়া,
হুগলি, নদিয়া জেলায় ১৫-এর নীচে তাপমাত্রা
নামবে না। তবে পশ্চিমাঞ্চলের কোনও কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির
আশেপাশে থাকবে আগামী কয়েকদিন।
পাশাপাশি উত্তরবঙ্গে তিন-চার জেলায় ঘন কুয়াশা
সতর্কতা রয়েছে।আগামী কয়েকদিন জলপাইগুড়ি, কোচবিহার,
আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদায় কুয়াশার দাপট থাকবে। দার্জিলিঙে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
ফলে শনিবারের পর উত্তরবঙ্গে আরও একটু কমবে তাপমাত্রা।
সব মিলেয়ে
সপ্তাহের শেষে জমিয়ে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ বিভিন্ন জেলায়। তবে
বৃষ্টির ভ্রুকুটি আর নেই। অর্থাৎ, সরস্বতী এবারও কাটতে
চলেছে উষ্ণ আবহাওয়াতেই।