নিউজ ডেস্ক: দুর্নীতিতে এবার নাম জড়ালো সাউথ পয়েন্ট স্কুলের। কোলকাতার নামী এই স্কুলের ট্রাস্টি বোর্ড মেম্বার কৃষ্ণ দামানির বিরুদ্ধে আর্থিক ২০ কোটি টাকা তছরুপের অভিযোগে। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।
জানা গেছে বৃহস্পতিবার ধৃত কৃষ্ণ দামানিকে নিয়ে তাঁর সংস্থায় তল্লাশি চালায় কলকাতা পুলিশ। সেখান থেকেই বাজেয়াপ্ত করা হয় প্রচুর নথি।
জানা যায় বৃহস্পতিবার সকালে আরএন মুখার্জি রোডে ট্রাস্টি অফিসে ঢোকার সময়ে কৃষ্ণ দামানিকে পাকড়াও করেন হেয়ার স্ট্রিট থানার পুলিশকর্মীরা।এরপর লালবাজারের গোয়েন্দা বিভাগের ব্যাঙ্ক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা কৃষ্ণ দামানিকে হেয়ার স্ট্রিট থানায় বসিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের পরেই তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে।
প্রসঙ্গত,সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের অন্য এক সদস্য কৃষ্ণ দামানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পরেই তদন্তে নামে পুলিশ। জানা গেছে বাইপাসের ধারে মুকুন্দপুরে ৪০০ কোটি টাকা ব্যয় করে সাউথ পয়েন্ট স্কুলের একটি দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে। সাত বছরেও ওই স্কুলের কাজ শেষ হয়নি বলে দাবি করেছেন স্কুল কতৃপক্ষের একাংশ। তারা জানান দ্বিতীয় ক্যাম্পাস তৈরির দায়িত্ব ছিল কৃষ্ণ দামানি সহ অন্যান্যদের উপরে। সেখান থেকে কোটি কোটি টাকা সরানো হয়েছে বলেও তাদের অভিযোগ। যদিও এবিষয়ে অভিযুক্ত এখনও কোনোরকম প্রতিক্রিয়া জানায়নি।
সূত্রের খবর, নিজের নামে একটি কোম্পানি খুলেছিলেন কৃষ্ণ দামানি। সেই কোম্পানি মারফতই, স্কুলের যাবতীয় অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিতেন তিনি। গত ৭ বছরে এই কোম্পানির আয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। এর পাশাপাশি প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, কৃষ্ণ দামানি নিজের পরিবারের তিন থেকে চার জন সদস্যের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলেছিলেন। তবে তদন্তকারীরা মনে করছেন,শুধু কৃষ্ণ দামানিই নন, এর মধ্যে রয়েছেন স্কুলের প্রভাবশালীদের একাংশ।