নিউজ ডেস্ক: প্রতিবেশীর কান কামড়ে ছিঁড়ে
ফেলার অভিযোগ ধুপগুড়িতে। অশ্লীল অত্যাচার থেকে বাঁচাতে গিয়ে কামড়ের
ফলে কানের অনেকটাই অংশ খোয়ালেন এক ব্যক্তি। আহত ওই ব্যক্তির নাম বিনয় রায়। তার
বাড়ি ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা
গিয়েছে ,রেল
স্টেশন সংলগ্ন এলাকার একটি মুদি দোকান থেকে জিনিসপত্র কিনছিলেন। সেই সময় রসিদুল
রহমান নামে এক ব্যক্তি ওই যুবকের জামাকাপড় ধরে বারংবার টানাটানি করে। এমনকি তার
সাথে অশ্লীল আচরণ করতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে বিনয় রায় প্রতিবাদ জানালে
রসিদুল আচমকাই বিনয়ের উপর হামলা চালায়। বিনয়ের কান কামড়ে ধরলে কানের উপরের অংশ
ছিঁড়ে যায়। আশেপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে বিনয়কে উদ্ধার করে ধূপগুড়ি
গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে
ঘটনার কথা জানতে পেরে রাতেই ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর
থেকেই পলাতক রয়েছে। পুলিশ সূত্রে খবর ঘটনায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ
দায়ের হয়নি।