নিউজ ডেস্ক: ৫ রাউন্ড গুলি সহ শিলিগুড়ির
বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার এক ভুটানের নাগরিক। ধৃতের নাম তাসি শেরিং। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগডোগরা থেকে চেন্নাই যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে ধৃতের
ব্যাগ থেকে ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিমানবন্দরের স্ক্যানারে ধরা পড়ে যায়
ওই ব্যক্তির কাছে রয়েছে কার্তুজ। এই ঘটনায় বাগডোগরা বিমানবন্দরে চাঞ্চল্য
চড়িয়ে পারে। বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানেরা খবর
দেয় পুলিশকে। ছুটে আসে বাগডোগরা বিমানবন্দরের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। এর পর
বাগডোগরা থানার পুলিশ বিমানবন্দরে পৌঁছায়
এবং ওই আটক ব্যক্তিকে গ্রেফতার করে। জানা গিয়েছে ধৃত কুয়েত বিমানবন্দরে নিরাপত্তা
কর্মী হিসেবে কাজ করতেন এবং ধৃত ভুটানের প্রাক্তন সেনাকর্মী ছিলেন। কিন্তু তিনি
কেন তার লাগেজে ওই কার্তুজ নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। আজ
ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।