নিউজ ডেস্ক: বিক্ষোভে উত্তাল সন্দেশখালির পার্শ্ববর্তী জেলিয়াখালি। তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বৃহস্পতিবারের পর শুক্রবার আবারও পথে নামলেন মহিলারা।
শাহজাহান ঘনিষ্ট শিবু হাজরাকে গ্রেফতারের দাবীতে শুক্রবার
সকালে নতুন করে উত্তেজনা ছড়াল জালিয়াখালি এলাকায়।
শুক্রবার হাতে বাঁশ,লাঠি,কাটারি নিয়ে পথে নামলেন
মহিলারা। পোলট্রি ফার্ম,বাগান বাড়ির পর গ্রামবাসীরা শিবু
হাজরার বাড়িতেও আক্রমন করেন। ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্রতে আগুন ধরিয়ে দেয়
ক্ষুব্ধ জনতা। ঘটনার খবর পেয়েই সন্দেশখালি এলাকার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।
প্রসঙ্গত, শেখ
শাহজাহানের নিরুদ্দেশের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। উত্তপ্ত গ্রামবাসীরা
শিবু হাজরার গ্রেফতারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত,
ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী পৌঁছলেও এখনও দমকল সেখানে ঢুকতে
পারেনি। কারণ, ভেড়ি অধ্যুষিত সেই এলাকা ঘিরে রেখেছেন
গ্রামের মহিলারা। ফলে, পরিস্থিতি এরপর কোন দিকে মোড় নেবে
সেটাই এখন দেখার বিষয়।