নিউজ ডেস্ক: ডানকুনিতে রেল ব্রীজের নিচে অস্থায়ী দোকানে
আগুন লেগে, পাশাপাশি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পরে।স্থানীয়রা বালতি করে জল দিয়ে
আগুন নেভানোর চেষ্টা করে।পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ
শুরু করে।খবর পেয়ে যায় ডানকুনি থানার পুলিশ,পুর সভার ভাইস চেয়ারম্যান।
ডানকুনি
দক্ষিণ সুভাষ পল্লি এলাকায় রেল ব্রীজের নিচের দোকানে শনিবার সকালে সাড়ে সাতটার
নাগাদ হঠাৎই আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা।আগুনে
ভষ্মিভূত হয় বেশ কয়েকটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কি থেকে আগুন লেগেছে তা এখনই স্পষ্ট করে জানা
যায়নি । ঘটনায় কোনো হতাহতর খবর নেই ।দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন
নিয়ন্ত্রণে আনে।
ডানকুনি
দমকল কেন্দ্রের আধিকারীক সৌমিত্র হালদার বলেন,প্রায় কুড়িটি দোকান পুরেছে।সব গুলোই অস্থায়ী দোকান।কেনো
অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিলনা।আমরা খবর পাওয়া মাত্রই এসে আগুন নিয়ন্ত্রণে আনি।কি
থেকে আগুন লেগেছিল তা স্পষ্ট নয়।