নিউজ ডেস্ক: সন্দেশখালি কাণ্ডে এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সন্দেশখালি কাণ্ডে রাজভবনে যান শুভেন্দু সহ বিজেপি বিধায়করা। শনিবার প্ল্যাকার্ড হাতে রাজভবনের সামনে দাঁড়িয়ে সন্দেশখালি কান্ডে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন বিজেপি দলনেতা। অবিলম্বে সন্দেশখালিতে রাজ্যপালকে যাওয়ার আর্জি জানান তিনি। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যপাল কোনও পদক্ষেপ গ্রহন না করলে রাজভবনের সামনে ধর্নার হুঁশিয়ারি দেন শুভেন্দু। যদিও শনিবার রাজভবনে দেখা মেলেনি রাজ্যপালের। এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেরলে আছেন।
শনিবার বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালি-কাণ্ডে রাজ্যপাল যাতে পদক্ষেপ করেন, সেই আর্জি নিয়ে গিয়েছিলেন তাঁরা। শুভেন্দু বলেন, “আমরা রাজ্যপালকে ২৪ ঘণ্টা সময় দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি শান্তি ফিরিয়ে না আনা হয় তাহলে সোমবার ১৪৪ ভাঙব। কত ক্ষমতা আছে আমাদের গ্রেফতার করুন। কত ক্ষমতা আছে আমরা দেখতে চাই। আপনি কিছু না করলে সিঁড়িতে বসে লাগাতার ধর্না দেব।”
সন্দেশখালিতে ১৪৪ ধারা প্রত্যাহারের দাবির পাশাপাশি ইন্টারনেট পরিষেবা চালু করার জন্যও দাবি করেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডে ইতিমধ্যেই SC ST কমিশন ,মহিলা কমিশন ও মানবাধিকার কমিশন এই তিন কমিশনের কাছে অভিযোগ করেন শুভেন্দু।
প্রসঙ্গত, সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে আন্দোলনের তেজ আরও জোরালো করতে চাইছে পদ্ম শিবির। শনিবারের মিছিল সে কথাকেই স্পষ্ট করে। রাজ্যের বিরোধী দলের একটাই দাবি, অনেক হয়েছে, এবার হস্তক্ষেপ করতে হবে রাজ্যপালকে।