নিউজ ডেস্ক: সম্প্রতি রেড রোডের ধর্না মঞ্চ থেকে ১০০ দিনের বকেয়া মঞ্জুর করা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১০০ দিনের কর্মীদের বকেয়া টাকা মেটাবে তাঁর সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরেই রাজ্যের সমস্ত জেলার পাশাপাশি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় ১০০দিনের কাজের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
শনিবার আলিপুরদুয়ার জংশন বিবেকানন্দ ২নং অঞ্চল অন্তর্গত উত্তর জিৎপুর ১২/১২৯, ১২/১৩০, ১২/১৩১, ১২/১৩২, ১২/১৩৩, এবং ১২/১৩৪ এলাকায় এলাকার ১০০ দিনের কাজ করা পুরুষ এবং মহিলারা তাদের মজুর পাওয়ার জন্যে জবকার্ড, আধার কার্ড জেরক্স করে জমাদেন আলিপুরদুয়ার জংশন বিবেকানন্দ ২নং অঞ্চল প্রশাসন কর্তৃপক্ষের কাছে। দীর্ঘ আড়াই বছর পর এই টাকা পাওয়ার আশ্বাস পেতেই জব কার্ড নিয়ে উপস্থিত হন তারা এবং টাকা পাওয়ার আশ্বাস পেতেই খুশি প্রকাশ করেন তারা।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রাজ্য সরকার আর কেন্দ্রের মুখাপেক্ষি হয়ে থাকবে না। রাজ্যের যে ২১ লাখ মানুষের ১০০ দিনের টাকা বকেয়া রয়েছে তা মেটাবে নবান্ন। আগামী ২১ ফেব্রুয়ারি এই ২১ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া মজুরি। সেই কথা রাখতেই শনিবার থেকেই শুরু হয়ে গেল বকেয়া টাকা মেটানোর পক্রিয়া। যার ফলে কার্যত আশার আলো দেখছে রাজ্যবাসী তথা সমগ্র উত্তরবঙ্গবাসী।