নিউজ ডেস্ক: জলপাইগুড়িতে নির্বিঘ্নে শেষ হল এবছরের মাধ্যমিক পরীক্ষা। উল্লেখ্য ২রা ফেব্রুয়ারি থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। বাংলা দিয়ে শুরু হয়ে আজ শনিবার শেষ হলো এবছরের মাধ্যমিকের লিখিত পরীক্ষা। এদিন ছিল ভৌত বিজ্ঞান।
পরীক্ষা শেষে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে পরীক্ষা শেষে দেখা গেল পরীক্ষার্থীদের রংখেলা ও উল্লাস।
জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলি থেকে বের হয়ে পরীক্ষার্থীরা জানাল এদিন ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল। দোল উৎসব আসতে আরো কিছু দিন বাকি থাকলেও জলপাইগুড়ি বিভিন্ন বিদ্যালয়ের সামনে আজ দেখা গেলো রং খেলতে। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরিক্ষার শেষ দিন ছিল আজ। পরীক্ষা শেষে আনন্দে আবার কিছু ছাত্রীকে দেখা গেলো অভিভাবকের কাছথেকে মোবাইল নিয়ে বান্ধবীদের সাথে সেল্ফি তুলতে। ছাত্রীদের পরিক্ষা নিয়ে প্রশ্ন করা হলে ছাত্রীরা বলেন তাদের পরিক্ষা খুব ভালো হয়েছে এখন পরিক্ষা শেষ এখন কটা দিন শুধু আনন্দ আর চুটিয়ে মজা করবেন। উল্লেখ্য এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৫০০জন। পাশাপাশি জেলায় মোট ৯৭ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।