নিউজ ডেস্ক: রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। বাদ গেলেন শান্তনু-সহ তিন প্রার্থী। একসময় প্রশ্নবাণে বিরক্ত হয়ে সাংবাদিক সাগরিকা ঘোষের ইন্টারভিউ থেকে উঠে চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি হয়ত অনেকের মনেই আজও টাটকা। তবে সেই ঘটনার পর কেটে গিয়েছে বহু বহু বছর। এতদিন পরে ফের আবার শিরোনামে সাগরিকা ঘোষ। কারণ বিশিষ্ট সাংবাদিক-সঞ্চালিকাই এবার হতে চলেছেন রাজ্যসভা তৃণমূলের প্রার্থী। লোকসভা নির্বাচনের আগেই চলতিবছরে রয়েছে রাজ্যসভা নির্বাচন। শনিবার প্রার্থী তালিকায় চার জনের নাম ঘোষণা করেছে তৃণমূল। এঁরা হলেন, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুরের। সংখ্যালঘু এবং মতুয়া ভোটের কথা ভেবেই কি এই তালিকা? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে।
আবার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা হলেন শুভাশিস চক্রবর্তী, আবিররঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন। শান্তনু সেনের বাদ যাওয়া প্রসঙ্গে আবার প্রশ্ন উঠছে, তাহলে লোকসভায় তুরুপের তাস হতে পারেন শান্তনু? একদিকে শান্তনু সেনকে কেন্দ্র করে জল্পনা যেমন তুঙ্গে, তেমনই চর্চায় রয়েছেন সাগরিকা ঘোষ। কারণ, তৃণমূলের প্রার্থী তালিকায় এবার সবচেয়ে বড় চমকই হলেন তিনি। মনে করা হচ্ছে, একাধারে সাংবাদিক, সঞ্চালিকা, লেখিকা, সাগরিকার বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে ভাল যোগাযোগ রয়েছে। তাই বিজেপির বিরোধিতায় সরব হতে দলে তাঁর মতো মুখের প্রয়োজন বলেই তাঁকে বেছে নিয়েছে ঘাসফুল শিবির!