নিউজ ডেস্ক: এখনও অগ্নিগর্ভ সন্দেশখালি। তবে পরিস্থিতি আগের থেকে তুলনামূলক ভাবে স্বাভাবিক। ১৪৪ ধারা এখনও জারি থাকলেও অবশেষে ফিরল ইন্টারনেট ব্যবস্থা। এরি সঙ্গে সন্দেশখালি যেতে চেয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল বিজেপি। অন্যদিকে,জামিনের পরেই আবারও গ্রেফতার হলেন উত্তম সর্দার ও বিকাশ সিংহ। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বসিরহাট আদালত চত্বরে।
সোমবার দুজনই জামিন পেয়েছিলেন। কিন্তু আদালত থেকে বেরোবার পরই ফের তাঁদের গ্রেফতার করা হয়৷ অভিযোগ, আদালত চত্বরেই জমায়েত হওয়া বিজেপি কর্মীরা পুলিশকে ধাক্কা মারতে শুরু করে। পুলিশর গাড়ি আটকানোর চেষ্টাও করা হয়। এরপরই বিকাশ সিংকে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়৷ জানা যায়, অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁদের৷ সন্দেশখালিতে অশান্তির ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগও রয়েছে বিকাশের বিরুদ্ধে।
অন্যদিকে সোমবার সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির বাকি বিধায়কদের গাড়ি আটকে দেয় পুলিশ। সন্দেশখালির প্রায় ৬০ কিলোমিটার আগে বাসন্তী হাইওয়েতেই বিজেপি বিধায়কদের গাড়ি আটকে দেওয়া হয়। এরপর মঙ্গলবার সন্দেশখালি যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল বিজেপি। বিজেপি বিধায়কদের অভিযোগ ছিল, ‘অবৈধ’ ভাবে আটকানো হয়েছে তাঁদের। সেই নিয়েই মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার অনুমতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। দুপুর ২টোয় সেই মামলার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডের আরেক অন্যতম তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। এ বিষয়ে মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, ‘পুলিশমন্ত্রী শেখ শাহজাহানকে ধরতে চান না। ওনার কাছে সন্দেশখালির মহিলাদের থেকে শেখ শাহজাহান বেশি গুরুত্বপূর্ণ’।