নিউজ ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী মালদাবাসী।
পুড়ে ছাই তিনটি পরিবারের সর্বস্ব। সোমবার রাত ১০ টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি
ঘটে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের
রহমতপুর গ্রামের পূর্ব পাড়ায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়েই সেখানে উপস্থিত হয় দমকল।
আগুন দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রথমে
তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে
খবর দেওয়া হয় দমকলে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাঁচল ও তুলসিহাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে সব শেষ। অগ্নিকাণ্ডের
ঘটনায় তিনটি পরিবারের নথি, আসবাবপত্র, ধান, চাল সহ নানান সামগ্রী ও চারটি গবাদিপশু,
নগদ অর্থ পুড়ে ছাই হয় যায় বলে খবর। কোনওরকমে বাড়ির লোকেরা ঘর
থেকে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পায়। তবে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ি থেকে কোনও
সামগ্রী বার করতে পারেন নি বাসিন্দারা।
গ্রামবাসি ও দমকল বাহিনীর দীর্ঘক্ষনের যৌথ প্রচেষ্টায়
আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যের দাবি
তুলেছেন ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যরা। তবে কি ভাবে আগুন লেগেছে তা এখন
পর্যন্ত জানা যায় নি। প্রাথমিক ভাবে আনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই আগুন
লেগে থাকতে
পারে।