নিউজ ডেস্ক: যাত্রী সুবিধার্থে এবার জলপাইগুড়ি রোড ষ্টেশনে চালু হল লিফট। মঙ্গলবার উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেল পথে দেশের বাকি অংশের যোগাযোগ রক্ষাকারী জলপাইগুড়ি রোড ষ্টেশনে এই নতুন সুবিধের উদ্বোধন করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়।অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন এন এফ রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা।
উল্লেখ্য সাড়া দেশের সঙ্গে জলপাইগুড়ির এই রেল স্টেশন টিকেও অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে, তারই নানান কর্মকাণ্ডের একটি অংশ এই লিফট পরিষেবা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। ফলত লিফট পরিষেবা চালুর খবরে খুশি নিত্যযাত্রীরা। এই পরিষেবা চালুর পর রেল কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
এই প্রসঙ্গে সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী পঞ্চাশ বছর পরের দৃষ্টি ভঙ্গি নিয়ে ভারতীয় রেলকে এগিয়ে নিয়ে চলেছেন, যাত্রী সুবিধার্থে আজ যে লিফট পরিষেবার উদ্বোধন করা হলো সেটি তারই একটি দিক। যাত্রীদের দাবি,এই ব্যাবস্থা চালু হওয়ায় বিশেষ করে প্রবীন নাগরিকদের সঙ্গে আপামোর যাত্রীদের অনেকটাই সুবিধে হবে।