রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে মনোনয়ন জমা দিলেন বিভিন্ন দলের প্রার্থীরা। মঙ্গলবার তৃণমূলের নাদিমুল, আর সুস্মিতা দেব এবং বিজেপির শমীক ভট্টাচার্য মনোনয়ন জমা দিলেন। তৃণমূলের তরফ থেকে বাকি রইলেন শতরুপা ঘোষ এবং মমতাবালা ঠাকুর। জানা গেছে তাঁরা মনোনয়ন জমা দেবেন ১৫ ফেব্রুয়ারি। জরুরি কিছু কাগজ তাদের এখনও হাতে পাওয়া বাকি। সেগুলি সঙ্গে নিয়েই তারা মনোনয়ন দাখিল করবেন।