নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এবছর দুটি পুজো হচ্ছে।TMCP
এবং ABVP দুটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে
সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। TMCP কলেজ ক্যাম্পাসের
মধ্যে এবং ABVP কলেজের গেটের সামনে সরস্বতী পুজোর আয়োজন
করেছে।
ABVP র অভিযোগ
তাদের পুজো মণ্ডপের সামনে তাদের দলীয় পতাকা লাগানো ছিল। TMCP র ছেলেরা তাদের লাগানো ABVP র পতাকা খুলে দিয়েছে।অপরদিকে সম্পূর্ণ
অভিযোগ অস্বীকার করেছে TMCP । টিএমসিপি-র পক্ষ থেকে দাবি করা হচ্ছে ABVP র ছেলেরা ইচ্ছে করে সরস্বতী
পুজোয় গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। দুই পক্ষ মধ্যে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। উত্তেজনা ছড়ায় নন্দীগ্রাম সীতার
আনন্দ কলেজ চত্বরে।পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার
পুলিশ।