নিউজ ডেস্ক: শহরে এসেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার দুপুর তিনটে দশ নাগাদ শহরে এসেছেন প্রিয়াঙ্কা। ঠিক কেন হঠাত প্রিয়াঙ্কার রাজ্যে আগমন সেটা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন।
নিজস্ব সংবাদদাতা: দমদম
বেশকিছদিন ধরে প্রিয়াঙ্কাকে তেমন সক্রিয়ভাবে দেখা যায়নি। বলা ভালো, দীর্ঘদিন অন্তরালে ছিলেন। এমনকী, রাহুল গান্ধীর ন্যায় যাত্রাতেও দেখা যায়নি তাঁকে। দাদা রাহুলের সঙ্গে তাঁর মনোমালিন্য নিয়েও জল্পনা ছড়িয়েছিল। তবে সেসব জল্পনা উড়িয়ে বুধবারই সোনিয়া গান্ধীর রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার সময় জয়পুরে উপস্থিত ছিলেন। জয়পুর থেকেই সরাসরি কলকাতায় এসেছেন তিনি।