নিউজ ডেস্ক : সকালে বেড়িয়ে রাতে আর ফেরা হলনা বাড়ি। সরস্বতী পূজার দিন রাতে বন্ধুদের সাথে বেড়িয়ে আর বাড়ি ফেরা হলোনা রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের কলেজ ছাত্রী সোমা বর্মনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয় তাঁর বন্ধু। বুধবার রাত আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বাইপাসের নবনির্মিত জাতীয় সড়কের উপরে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায় ইটাহার থানার পুলিশ। এরপরেই তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বছর ২১ এর মৃত তরুণীর নাম সোমা বর্মন। বাড়ি রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের ইটাল গ্রামে। তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। অন্যদিকে জখম যুবকের নাম বিশ্ব বর্মন,তার বয়স ২৪। বাড়ি রায়গঞ্জ থানার উত্তর রূপাহার এলাকায়। পেশায় রায়গঞ্জ শহরের একটি ওষুধের দোকানে কর্মচারী।
জানা গেছে সরস্বতী পূজোর দিন রাতে দুই বান্ধবী এবং এক বন্ধু এলাকার নবনির্মিত ফোর লেনের পাশে দাড়িয়ে গল্প করছিল। হঠাৎই একটি গাড়ি পিছন থেকে তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। এরপরেই এলাকার মানুষ ঘটনাস্থলে যায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসক সোমাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে তার অপর বন্ধু বিশ্ব বর্মন গুরুতর আহত। আশংকাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ প্রসঙ্গে মৃত তরুণীর জামাইবাবু জয় নারায়ণ বর্মন জানান,সরস্বতী পুজো উপলক্ষে বন্ধু বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল সোমা। রাতেই তিনি খবর পান দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে সোমা। এরপর রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখেন সোমার নিথর দেহ জরুরী বিভাগে রাখা রয়েছে।
এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ইতিমধ্যেই রায়গঞ্জ থানার পুলিশ ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ঘাতক গাড়ি সহ ওই চালকের হদিশ মিলবে।