নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদহে গোলা কেটে
নাবালিকা খুন কাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের মালদহে ঘটল মর্মান্তিক ঘটনা।
ভুট্টার ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হল এক যুবতীর ক্ষত-বিক্ষত মৃতদেহ।
ধর্ষণ করে খুন করা হয়েছে এমনটাই অনুমান পরিবারবর্গের। ঘটনাকে
ঘিরে বৃহস্পতিবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের মোথাবাড়ি থানার হামিদপুর
গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাস্থলে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে
মৃত সেই যুবতীর নাম জল্পনা মন্ডল (২৫), বাড়ি মোথাবাড়ি
থানার শ্রীপুর কলোনি এলাকায়। মৃত যুবতীর পরিবারের অভিযোগ ব্যক্তিগত কোনো শত্রুতার
কারণে অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে যুবতীকে। সরস্বতী পূজোর দিনে সবজি
কাটতে হাঁসুয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিল জল্পনা মন্ডল বলে দাবি পরিবারের।
এরপর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির সদস্যরা। রাতভর খোঁজাখুঁজির পর
খোঁজ না মেলায়। আজ সকালে খবর আসে ভুট্টার ক্ষেতে যুবতীর নগ্ন অবস্থায় মৃতদেহ
পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মালদা জেলায়
পরপর লাগাতার এমন অপরাধমূলক ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকার
বাসিন্দাদের মধ্যে।