নিউজ ডেস্ক: আবারও সন্দেশখালির পথে বিরোধী দলনেতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপির ৩০ জন বিধায়ক। এদিকে সন্দেশখালি ইস্যুর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশি হেনস্থার অভিযোগে, বৃহস্পতিবার রাজ্যজুড়ে এসপি ও সিপি অফিস ঘেরাও- বিক্ষোভ অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি।
অন্যদিকে বুধবার সুকান্তর ধুন্ধুমারের পর সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই সন্দেশখালি ঢোকার পথ বাঁশ দিয়ে ব্যারিকেট করা হয়েছে। এখনো কিছু অংশে জারি রয়েছে ১৪৪ ধারা। প্রশাসন সুত্রে খবর কোনোভাবেই সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হবেনা বিজেপিকে। প্রশাসনকে টপকে তারা যাতে গ্রামে না ঢুকতে পারে সে বিষয়েও সতর্ক রয়েছে পুলিশ।
প্রসঙ্গত, বুধবার সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা ছিল সুকান্ত মজুমদারের। আগের রাতে টাকির এক হোটেলে ছিলেন তিনি। কিন্তু সেখান থেকে বেরিয়েই তাঁর পথ আটকে দেয় পুলিশ। তা নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় রাজ্য বিজেপির কর্মীদের। এরপরেই সুকান্ত মজুমদার পুলিশের গাড়ির উপরে উঠে দাঁড়ান। অভিযোগ, সেই সময় রাজ্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তির কারণে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। মাটিতে শুয়ে পড়েন তিনি। সেখান থেকে তাঁকে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। জানা গেছে বর্তমানে সুকান্ত মজুমদার আইসিইউ-তে রয়েছেন।
বিজেপির অভিযোগ, সন্দেশখালিতে গ্রামবাসীদের একাংশের উপর যেভাবে অত্যাচার চলেছে এবং বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে, তার প্রতিবাদেই বৃহস্পতিবার তারা পথে নামছে। পাশাপাশি সন্দেশখালির শেখ শাহজাহান এখনও অধরা। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিও জানানো হবে এমনটাই জানিয়েছে বিজেপি৷