নিউজ
ডেস্ক: কিছুটা ছাগল কিছুটা ভেড়া। অদ্ভুত দেখতে জন্তুটিকে। বনদফতর সূত্রে খবর জন্তুটির
নাম “টাপির”। ইন্দোনেশিয়া, মালেশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশের গহন জঙ্গলে দেখা মেলে।
এছাড়া উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে
এর দেখা মেলে। মূলত তৃণভোজী। শাকপাতা ফল খেয়ে দিন কাটে নিরীহ প্রাণীটির। সেই প্রাণীটিক
মণিপুর থেকে পাচার করে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু বাধ সাধল ময়নাগুড়ি
থানা পুলিশ।
বৃহস্পতিবার
ময়নাগুড়ি ইন্দিরা মোড় এলাকায় পাচারের আগেই আটক হল বিদেশি টাপির। পুলিশ
সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে
ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় হাইওয়ে ট্রাফিক পুলিশ এবং ময়নাগুড়ি
থানার পুলিশের তরফে চেকিং প্রক্রিয়া করা হয়। সেই সময় ধূপগুড়ির দিক থেকে
শিলিগুড়ির অভিমুখে একটি ইনোভা গাড়িকে আটক করেন পুলিশ। সেই সময় গাড়ির পিছনের
অংশ খুলতেই উদ্ধার হয় এই বিদেশি টাপির। এরপরেই ময়নাগুড়ি থানার পুলিশ সেটিকে
উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে।চালক সহ গাড়িতে থাকা আরো একজনকে গ্রেফতার
করা হয়েছে।বন দফতর সূত্রে জানা যায়, এই উদ্ধার হওয়া
বিদেশি টাপির খুবই কম দেখা যায়। এটি মূলত মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাওয়া
যায় বলে জানা যায়। তবে ভারতে এই প্রাণীকে দেখা যায়না বলেই খবর। সূত্র মারফত খবর,
এটি মনিপুর থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।