নিউজ ডেস্ক: দীর্ঘ শাসনকালে মুখ্যমন্ত্রী
হিসাবে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে যোগী আদিত্যনাথের। শুধুমাত্র দেশেই নয়, বিদেশের মাটিতেও বসবাসকারী ভারতীয়দের মধ্যে ক্রমশ বাড়ছে যোগীর জনপ্রিয়তা।
এই মুহূর্তে ভারতীয় রাজনীতির অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হলেন উত্তর প্রদেশের
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হ্যাশট্যাগ ট্র্যাকিং টুল টুইট বাইন্ডার সোশ্যাল
মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এমনটাই রিপোর্ট দিয়েছে।
সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী যোগীর সমর্থনে
লাগাতার হ্যাসট্যাগ ট্রেন্ড করতে থাকে। সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্ক সাইট টুইটারে
হ্যাসট্যাগ #IndiaKeFavouriteCM ইউজারদের বেশ নজর কাড়ে।
যেখানে দেশের সবথেকে Favourite মুখ্যমন্ত্রী হিসাবে যোগী
আদিত্যনাথের নাম উঠে এসেছে। শুধু ভারতের মানুষই নয়, ওই
ট্রেন্ডে জার্মানি এবং স্পেনের মানুষও যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী হিসাবে বেস্ট
বলে একাধিক টুইট করেছেন। এছাড়াও বহু মানুষ এই বিষয়ে টুইট এবং রিয়েকশন দিয়েছেন। আর
ট্রেন্ডে শুধুমাত্র উত্তরপ্রদেশই নয়, তামিলনাড়ু, পাঞ্জাব, ঝাড়খন্ড, বিহার,
পশ্চিমবঙ্গ, দিল্লি এবং উত্তরখন্ডের মানুষ
মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথই ফেভারিট বলে জানিয়েছে।
ইতিমধ্যেই যোগীর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ফলোয়ার
সংখ্যা ১১ মিলিয়ন ও টুইটারে তাঁর ফলোয়ার ২৫ মিলিয়ন ছাড়িয়েছে। মুখ্যমন্ত্রী যোগী
সোশ্যাল মিডিয়ায় সব থেকে সক্রিয় রাজনীতিবিদ। এক্ষেত্রে ক্রিকেটার রোহিত শর্মা, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বলিউড অভিনেতা সলমন খান,
শাহরুখ খান এবং অক্ষয় কুমারের মতো সেলিব্রিটিরা যোগীর পিছনে
রয়েছেন।
প্রসঙ্গত, যোগীর
নেতৃত্বে ক্রমশ বদলাচ্ছে উত্তরপ্রদেশ। পর্যটন থেকে কর্মসংস্থান, উন্নয়নের ক্ষেত্রে ধীরে ধীরে মডেল রাজ্য হয়ে উঠছে এই রাজ্য। আর তা নিয়েই
চর্চা সোশ্যাল মিডিয়াতে। ফলে যোগীর এই ক্রেজই স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছে মমতা নয়
সেরা মুখ্যমন্ত্রী হিসাবে তাঁদের পছন্দ যোগীই।