নিউজ ডেস্ক: ইলেক্টোরাল বন্ড নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের তরফে ইলেক্টোরাল বন্ড বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে ইলেক্টোরাল বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করা হল। এই প্রকল্প নাগরিকদের তথ্যের অধিকারকে লঙ্ঘন করে বলেই জানানো হয় সুপ্রিম কোর্টের তরফে। যে ইলেক্টোরাল বন্ডগুলি এখনও ভাঙানো হয়নি, তা ফেরত বা রিফান্ড করতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
এর পাশাপাশি, কেন্দ্রের এই প্রকল্প চালু করার পর ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে কোন রাজনৈতিক দল কত আর্থিক অনুদান পেয়েছে, তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কত তারিখে ইলেক্টোরাল বন্ড কেনা হয়েছে, কে সেই বন্ড কিনেছেন, কোন রাজনৈতিক দল ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে কত টাকা অনুদান পেয়েছে, তা জাতীয় নির্বাচন কমিশনকে আগামী ৬ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালে বাজেট বক্তৃতায় তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই ইলেক্টোরাল বন্ড আনার কথা ঘোষণা করেন। ২০১৮ সাল থেকে এই বন্ড ব্যবহার করা হচ্ছে। এই ইলেক্টোরাল বন্ড এক ধরনের দলিল। বছরের নির্দিষ্ট সময়ে ব্যাঙ্ক থেকে বন্ড পাওয়া যায়। ১ হাজার, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ ও ১ কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যায়। হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলিকে বন্ড ভাঙিয়ে নিতে হয়। কোনও ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে, তিনি ব্যাঙ্ক থেকে বন্ড কিনে রাজনৈতিক দলের হাতে তুলে দিতে পারেন। রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নেয়। উল্লেখ্য, এই বন্ড কে বা কারা কিনছেন, তাঁর পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হয়।
উল্লেখ্য ২০১৮ সালে নরেন্দ্র মোদী সরকারের চালু করা এই বন্ডের মাধ্যমে বিজেপি সবচেয়ে উপকৃত হয়েছে। জমা হওয়া অর্থের অর্ধেকের বেশি জমা হয়েছে পদ্ম শিবিরের তহবিলে। তবে সুপ্রিম কোর্টের এই রায় বিজেপির ওপর কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে।