নিউজ ডেস্ক: পূর্বাভাস সত্যি করে দক্ষিণবঙ্গের
একাধিক জায়গায় বজ্রবিদ্যুত সহ ঝড়-বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার। ক্যালেন্ডার অনুযায়ী
শীত পেরিয়ে বসন্ত এসে গিয়েছে রাজ্যে। ঠান্ডাও প্রায় নেই বললেই চলে। শীত প্রায়
যেতেই বসেছে। বসন্তের আবহাওয়াও অনুভূত হচ্ছে বাংলায়। তবে উত্তরবঙ্গে এখনও কিছুটা
শীতের আমেজ রয়েছে। দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ১৮
ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি ফের
দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।
পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা
কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত। আগামী দুদিন সামান্য কমবে তাপমাত্রার
পারদ। তারপর তাপমাত্রা ফের বাড়বে। তবে শীতের কামব্যাকের কোনও সম্ভাবনা নেই বলেই
জানা যাচ্ছে। বৃষ্টির পাটও চুকে যাচ্ছে আপাতত। দুদিনের জন্য ঠাণ্ডা ফিরবে জেলায়।
১২ থেকে ১৩ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। কলকাতায় সকালে হালকা
কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ থাকবে । আবহাওয়া দফতর সূত্রে খবর শুক্রবার কলকাতার
সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে নামবে। আগামী দুদিন রাতের তাপমাত্রা
সামান্য কমতে পারে কলকাতায়।
অন্যদিকে আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টিপাত হতে
পারে উত্তর ভারতের সমতলে। বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয়
পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও রাজধানী দিল্লিতে
থাকতে পারে ঘন কুয়াশার দাপট। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় ও দিল্লিতে সকাল থেকেই থাকবে কুয়াশার দাপট। ঝঞ্ঝার প্রভাবে
উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা জম্মু-কাশ্মীর, লাদাখ,
হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি ও
তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।