নিউজ ডেস্ক: শুক্রবার থেকে শুরু হল
উচ্চমাধ্যমিক পরীক্ষা। সমতলের পাশাপাশি উত্তরেও জঙ্গল ঘেঁষা এলাকার উচ্চ মাধ্যমিক
পরীক্ষার্থীদের জন্য সরকারি বাস পরিষেবা চালু উত্তরবঙ্গে। মুখ্যমন্ত্রীর নির্দেশের
পর জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো উচ্চ মাধ্যমিক
পরীক্ষার্থীদেরও গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হল।
শুক্রবার বাগডোগরা বনদফতরের উদ্যোগে টিপুখোলা
তিরহানা এমএম তরাই অর্ড সহ জঙ্গল ঘেরা এলাকায় সরকারি বাসের মাধ্যমে
শিক্ষার্থীদের আনা হয়। ৫টি গাড়ি দিয়ে পরীক্ষার্থীদের পৌঁছানো হয় পরীক্ষাকেন্দ্রে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সবরকম সহযোগিতা করার বার্তা দিয়ে রেঞ্জার জানান
সকালে হাতি বেরিয়েছিল। হাতির দিকে বিশেষ নজরদারি রয়েছে। উল্লেখ্য এই মুহূর্তে
বাগডোগরা জঙ্গলের বর্তমানে ১২টি হাতি
রয়েছে।
সরকারি
বাসে করে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার বনদফতরের এই উদ্যোগকে
সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবকরা। পরীক্ষার্থীরাও এই ব্যবস্থায় বেজায়
খুশি। তারা জানায় জঙ্গল ঘেঁষা এলাকায় হাতি বের হয়। তাই তাদের সব সময় ভয়ের মধ্যে
চলাচল করতে হয়। তবে সরকারি বাসের এই পরিষেবায় একদিকে যেমন তাদের ভয়ের আশঙ্কা কেটে
গেল অন্যদিকে এইসব এলাকায় গাড়ি পাওয়া একটু মুশকিল তাই সরকারি বাস পাওয়ায় তারা
উপকৃত হল।
প্রসঙ্গত, পরীক্ষার্থীদের
সব রকমের সহায়তা করতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা টেবিল পেতে বসে ছিলেন
পরীক্ষা কেন্দ্রের বাইরে। এমনি এক দৃশ্য ধরা পরে তরাই তারাপদ আর্দশ বিদ্যালয়
চত্বরে। এই স্কুলে লালবাহাদুর শাস্ত্রী,শক্তিগড় গালর্স স্কুল,
ও রেল কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রায় ২৫৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা
দিচ্ছেন। ৩০ নম্বর যুব তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ শংকর
ঘোষের নেতৃত্বে ও মহিলা সেচ্ছা সেবী সংগঠনের নেতৃত্বে টেবিল পেতে চকলেট জল গোলাপ
ফুল ও কলম দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানান।