নিউজ ডেস্ক: এখনও উত্তাপের আঁচ রয়েছে সন্দেশখালিতে। তারইমধ্যে সন্দেশখালি নিয়ে এবার বিস্ফোরক বিজেপি নেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী। শুক্রবার সকালে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে যান মিঠুন। সেখানেই সংবাদ মাধ্যমের সামনে ‘খুব বড় সত্য বেরিয়ে আসবে’ বলে দাবি করেন মহাগুরু। সন্দেশখালির আসল ঘটনাকে কোনওভাবেই চেপে রাখা যাবে না, সত্য উদঘাটন হবেই বলেই দাবি করলেন তিনি।
প্রসঙ্গত, বেশ কিছু এলাকায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। তার মাঝেই শুক্রবার সন্দেশখালির পথে রওনা হয়েছিল বিজেপির প্রতিনিধি দল। সন্দেশখালি যাওয়ার আগে রামপুরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির প্রতিনিধিরা। কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দলের সেই বিক্ষোভ উঠে গিয়েছে ইতিমধ্যেই। সন্দেশখালিতে যেতে না পেরে ফিরে যাচ্ছেন তাঁরা। রামপুর থেকে সরাসরি তারা রাজভবনের উদ্দেশে রওনা দিয়েছে। রাজ্যপালের সঙ্গে দেখা করে পরিস্থিতির কথা জানাবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। রিপোর্ট দেওয়া হবে জেপি নড্ডাকেও।
উল্লেখ্য এর আগে সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গেরুয়া শিবিরের ৬ সদস্য্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছিল সন্দেশখালি। তবে শুক্রবারও সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছেন তাঁরা। এরপরে বিজেপির প্রতিনিধি দল জানান, ২ জনকে অন্তত যেতে দেওয়া হোক সন্দেশখালিতে। কিন্তু তাতেও রাজি হয়নি পুলিশ। সময় বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে উত্তেজনা। রাস্তায় বসে প্রতিবাদ দেখানোর পর প্রতিনিধি দল ঘটনাস্থল ছাড়ে।