নিউজ ডেস্ক: ভয়াবহ পথ দূর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ শিলিগুড়ির কাওয়াখালিতে। গ্যাস কাটার দিয়ে গাড়ির বডি কেটে চালককে উদ্ধার করা হয়। এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে, ঘটনাস্থলে পৌঁছায় মেডিকেল ফাঁড়ির পুলিশ সহ ট্রাফিক পুলিশ কর্মিরা। দীর্ঘক্ষণের প্রচেস্টায়, দুটি ক্রেনের সহায়তায় গাড়ি দুটিকে আলাদা করা সম্ভব হয়।
জানা গেছে, শিলিগুড়ির বালাসন সেতু ক্ষতিগ্রস্থ হওয়ার পর থেকে, দক্ষিণবঙ্গ গামি সমস্ত দূরপাল্লার গাড়ি, মেডিকেলের কাওয়াখালি হয়ে, শিবমন্দির যায়। শুরুতে বারবার পথ দূর্ঘটনা ঘটলেও, দূর্ঘটনায় রাশ টানতে, মেডিকেলের ‘কাওয়াখালি ট্রাফিক আউটপোস্ট’ করা হয়। তারপর থেকে কিছুটা স্বস্তি মিললেও, ফের একবার দূর্ঘটনার কবলে পড়ে দুটি ফুল পাঞ্জাব ট্রাক।
শনিবার ভোর চারটে নাগাদ, কাওয়াখালির শিল্পীহাট সংলগ্ন এলাকায় একটি পন্যবাহী গাড়ি ও একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পরেই স্থানীয়রা দুর্ঘটনাস্থলে পৌঁছায়। দূর্ঘটনায়, পন্যবাহী গাড়ির চালক গাড়িতেই আটকে থাকে। এরপর স্থানীয়রা পুলিশ ও দমকলে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে গাড়ির বডি কেটে, চালকে উদ্ধার করে দমকলের কর্মীরা। এরপর ওই চালককে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যদিকে পুলিশের সহযোগিতায় বেলা গড়ালে, যানজট কিছুটা স্বাভাবিক ছন্দে ফেরে। এমন আকস্মিক দুর্ঘটনায় গোটা এলাকায় থমথমে পরিবেশ।