নিউজ ডেস্ক : মরশুমের শেষ শীতের আমেজ। আগামী সপ্তাহ থেকেই বসন্তের আমেজ আসবে বাংলায়। রবিবার পর্যন্ত তাপমাত্রা আরও সামান্য কমবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে আরও দিন তিনেক থাকবে শীতের আমেজ। পাশাপাশি উত্তরবঙ্গেও এখনও কিছুটা শীতের আমেজ থাকবে বলেই মত আবহাওয়া দফতরের। শনিবার ও রবিবার তাপমাত্রা নিম্নমুখী থাকলেও আগামী সপ্তাহে ক্রমশ চড়বে পারদ। কার্যত শীতের বিদায় হয়ে এবার বসন্তের আবহাওয়া বাংলায়।
উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ থাকছে। ১৮ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ফের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে ৷আগামী দুদিন সামান্য তাপমাত্রা কমবে। তারপর ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।
মরশুমের শেষে শীতের আমেজ থাকবে কলকাতায়। সকালে হালকা কুয়াশা এরপর দিনভর পরিষ্কার আকাশ। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল, শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরপর আগামী সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা। ফলে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।
অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে আরও কিছুদিন। এরপর ধীরে ধীরে আবহাওয়া বদলাবে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা হালকা শীতের আমেজ অনুভূত হবে।