নিউজ ডেস্ক: সন্দেশখালি ইস্যুতে নয়া মোড়। সন্দেশখালিতে শিশুর উপর অত্যাচারের অভিযোগে এবার জেলা ম্যাজিস্ট্রেটকে নোটিস পাঠাল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। অভিযোগ, সন্দেশখালিতে এক শিশুকে তার মায়ের কোল থেকে টেনে নিয়ে ছুড়ে ফেলে দিয়েছে কয়েকজন দুষ্কৃতী। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলেও অভিযোগ। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের এই অভিযোগের পরেই সন্দেশখালিতে গেল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। চেয়ারপার্সন তুলিকা দাসের নেতৃত্বে ৬ সদস্যের দল ধামাখালি থেকে নৌকায় চড়ে সন্দেশখালিতে যায়।
সন্দেশখালিকাণ্ডে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন জানায়, ১০ ফেব্রুয়ারি পুলিশকে সঙ্গে নিয়ে দুষ্কৃতীরা একটি বাড়িতে হামলা চালায়। তারা একটি শিশুকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। এ নিয়ে তদন্ত করতে বলে, ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। রিপোর্ট তলবের পরই তড়িঘড়ি সন্দেশখালিতে পৌঁছল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।
এপ্রসঙ্গে ওই শিশুর পরিবারের সুরক্ষা সুনিশ্চিত করার পরামর্শ দেয় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন।