নিউজ ডেস্ক: ট্যাঙ্কারের পাশে চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। খুন না অন্য কোনো রহস্য তা জানতে এবার তদন্তে নামল পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাদারীপুর ৩১ নম্বর জাতীয় সড়ক এলাকায়। এরপর খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভির জমাতে শুরু করে।
জানা গিয়েছে শনিবার সকালে মাদারীপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের চালকের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্হানীয়রা। তৎক্ষণাৎ পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
মৃত চালকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। ফলে এই আঘাত দুর্ঘটনার ফলে হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারন আছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এই মৃত্যু খুন না অন্য কোনো রহস্য তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। তবে ঘটনার পর থেকে এলাকা এখনও থমথমে রয়েছে। নির্বাচনের আগেই এরকম ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষও।