নিউজ ডেস্ক: আবহাওয়ার উপর নজরদারি চালানোর জন্য এবার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করছে ISRO,শনিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আবহাওয়া উপগ্রহ INSAT-3DS উৎক্ষেপণ করবে। এই কৃত্রিম উপগ্রহের কাজ হল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত সঠিক তথ্য তুলে ধরা। এর আগে যে কোনও স্যাটেলাইট উৎক্ষেপণের আগে সাফল্য কামনা করে ISRO প্রধান এস সোমনাথকে মন্দিরে প্রার্থনা করতে দেখা গিয়েছে একাধিকবার। শনিবারও তার ব্যতিক্রম হল না। INSAT-3DS-এর উৎক্ষেপণের আগে সাফল্য প্রার্থনা করে অন্ধ্রপ্রদেশের সুলুরপেটের শ্রী চেঙ্গালাম্মা মন্দিরে পুজো দেন তিনি।
শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে Meteorological Satellite INSAT-3DS কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ হবে। এর ডাক নাম ‘Naughty Boy’. INSAT-3DS কৃত্রিম উপগ্রহটির ওজন ২,২৭৪ কেজি। মহাকাশ অভিযানে তার আয়ু ১০ বছর। উল্লেখ্য ২০১৩ সালে INSAT-3D এবং ২০১৬ সালে INSAT-3DR নামে যে দুটি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ করেছিল ISRO,ওই দুই কৃত্রিম উপগ্রহের আয়ু শেষ হয়ে যাওয়ায় এবার তাদের জায়গায় এবার কাজ করবে INSAT-3DS.এই অভিযানের সম্পূর্ণ খরচ বহন করছে কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক। উৎক্ষেপণের ১৮ মিনিটের মধ্যেই সেটি পৃথিবীর ডিম্বাকার কক্ষপথে প্রবেশ করবে।
প্রসঙ্গত, এই স্যাটেলাইটটি GSLV-F14-রকেটে চেপে মহাকাশে পৌঁছবে। এই রকেটের এটি ১৬তম মিশন হতে চলেছে। আর দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রায়োজেনিক ইঞ্জিনে ভর করে এটি তার দশম অভিযান হতে চলেছে। ISRO জানিয়েছে,প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সঠিক তথ্য আগাম পাওয়া গেলে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এই আবহাওয়া স্যাটেলাইট ভারতীয় আবহাওয়া সংস্থাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। সবমিলিয়ে এই উৎক্ষেপণ মহাকাশের বিশ্বে ভারতের ক্রমবর্ধমান আধিপত্যের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।