নিউজ ডেস্ক: মন্ত্রীত্ব হারালেন রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক। অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন তিনি। তৃণমূল কংগ্রেসের এই নেতাকে দলের সমস্ত পদ থেকে আগেই সরানো হয়েছিল। এবার গ্রেপ্তার হওয়ার সাড়ে তিন মাসের মাথায় তাঁকে মন্ত্রিসভা থেকেও সরানো হল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর মন্ত্রীপদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয়কে। এবার থেকে বনদপ্তরের যৌথ দায়িত্ব সামলাবেন পার্থ ভৌমিক ও বীরবাহা হাঁসদা। জ্যোতিপ্রিয় মল্লিক শিল্প পুনর্গঠন এবং বনদপ্তরের মন্ত্রী ছিলেন। তবে তাঁর জায়গায় মন্ত্রিসভায় কোনও নতুন মুখের অন্তর্ভুক্তি হচ্ছে না। ওই দুই দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন অন্য দুই মন্ত্রীর হাতে। শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। আর বনদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হল বীরবাহা হাঁসদাকে। তিনি এতদিন এই দপ্তরেরই প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছিলেন। এবার কার্যত পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলাবেন তিনি।
ভারতীয় সংবিধানের ১৬৬(৩) ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই সিদ্ধান্তের কথা জানান। উল্লেখ্য দুদিন আগেই বালুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক সাক্ষাৎকারে। সূত্রের খবর, শুক্রবার রাতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এ বিষয়ে সিলমোহর দিয়েছেন।