নিউজ ডেস্ক: অগ্নিকান্ডে ভস্মীভূত গৃহস্থবাড়ি। রান্নার সময় গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকান্ড মালদায়। আগুনে পুড়ে ছাই নগদ টাকাকড়ি, সোনাদানা সহ ঘরের সমস্ত আসবাবপত্র। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুর বাজারপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, গৃহস্থ বাড়ির গৃহিণী ছাদের উপরের রান্না ঘরে রান্না করছিলেন। তখনই গ্যাস পাইপ লিক করে গ্যাস বেরোতে থাকে এবং লেগে যায় আগুন। চোখের নিমেষে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কোন রকমের সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচেন বাড়ির গৃহিনী। দাউদাউ করে আগুন জ্বলতে থাকলে আগুনের ফুলকি দেখে স্থানীয় বাজার এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়দের তৎপরতাই শেষমেষ আগুন নিয়ন্ত্রনে আসে। তবে দমকলকে খবর দেওয়া হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় মানিকচক থানার পুলিশ। পুলিশও আগুন নেভাতে নেমে পড়েন। আগুন নেভাতে নেভাতে রান্না ঘরের পাশে থাকা গোডাউন ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। একটি বাক্সের মধ্যে রাখা নগদ প্রায় ত্রিশ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়া ও সোনা, চাঁদির গহনা, আসবাবপত্র ও বাড়ির লোকেদের প্রয়োজনীয় নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু মিলিয়ে ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক।
এমন ঘটনায় যেন আকাশ ভেঙ্গে পড়ল বাড়ীর মালিক দুলাল মিয়ার মাথায়। ছোট মুদিখানা দোকান দিয়ে চলে দুলালের সংসার। এই অগ্নিকান্ডে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে বাড়ির মালিক দুলাল মিয়া বলেন, “আমার মা রান্না করছিল। রান্নার গ্যাস পাইপ লিক করে আগুন লেগেছে। নগদ ত্রিশ হাজার টাকা সহ সোনাদানা আসবাব সব পুড়ে ছাই হয়েছে। সব মিলিয়ে প্রায় দুই লক্ষের বেশি ক্ষতি হয়েছে। সরকার আমার পাশে দাঁড়ালে ভালো হতো।”