নিউজ ডেস্ক: আতঙ্কিত কাউন্সিলর পদত্যাগ পত্র পাঠালেন এস ডি ও এবং পুরসভার চেয়ারপারসন এর কাছে। দক্ষিণ দমদম পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ হাজরা,১৬ই ফেব্রুয়ারি তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। সূত্রের খবর দলীয় কর্মীর হাতে শারীরিকভাবে আক্রান্ত হওয়ার পরেই তার এই সিদ্ধান্ত।
নিজের পদত্যাগের কথা স্বীকার করলেও, ক্যামেরার সামনে তার কারণ বলতে চাননি তিনি। যদিও তিনি দাবি করেছেন তার সাথে যা ঘটেছে, সেটা তার নিজের ও দলের কাছে লজ্জার বিষয়। সূত্রের খবর, ১৪ই ফেব্রুয়ারী, সরস্বতী পূজার দিন নিজের দলের কর্মীদের হাতেই আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ দমদম পৌরসভা ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ হাজরা। এরপরই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। অরূপ হাজরা জানান, ১৬ই ফেব্রুয়ারি তিনি তার পদত্যাগ পত্র এস ডি ও এবং দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপারসনের কাছে পাঠিয়ে দিয়েছেন যদিও তা এখনো অ্যাক্সেপ্ট হয়নি।
অরূপ হাজরা আরো জানান, তিনি আতঙ্কিত রয়েছেন যদিও দলের উদ্বোধন কর্তৃপক্ষ কাউকে তিনি এ বিষয়টি জানাননি। উল্লেখ্য তার পদত্যাগ করাকে তিনি, তার ওপর হওয়া ঘটনার প্রতিবাদ হিসেবেই ব্যাখ্যা করেছে।
তাঁর ওপর হওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন,” তৃণমূলের নেতৃত্বের কোনো দাম নেই। আর এরা পয়সা ছাড়া কিছু চেনেনা।” অর্থাৎ তাঁর এই বক্তব্যে এটা স্পষ্ট যে তাঁর প্রতি ঘটা এই ঘটনায় নিজের দলের কর্মীদের থেকেই এমন ব্যবহারে তিনি যথেষ্ট আশাহত ও আতঙ্কিত।