নিউজ ডেস্ক: কংগ্রেস ছেড়ে এবার কি বিজেপি যোগ দেবেন কমলনাথ? ইতিমধ্যেই এ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। কমলনাথের ছেলে সোশ্যাল মিডিয়া থেকে নিজের কংগ্রেসি পরিচয় মুছে ফেলার পর থেকেই জল্পনা শুরু হয়। এর পরই শনিবার দুপুরে দিল্লিতে এসে পৌঁছন কমলনাথ। সূত্রের খবর, কংগ্রেস ছাড়তে চলেছেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ নেতা কমল নাথ। শনিবারই কংগ্রেস থেকে ইস্তফা দিতে পারেন তিনি। যোগ দেবেন বিজেপিতে। একা কমল নাথ নন, তাঁর ছেলে নকুল নাথও বিজেপিতে যোগ দিতে পারেন এমনটাই জানা যাচ্ছে।
সূত্রের মতে, বিধায়ক দাবি করেছেন যে কমল নাথ এবং তাঁর ছেলে নকুল নাথ ১৯ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এখনও পর্যন্ত বিজেপি ও কমলনাথের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরং, সাংবাদিকরা তাঁকে বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আপনারা এত উত্তেজিত কেন হয়ে পড়ছেন? যদি এরকম কিছু হয়, তবে আমি আপনাদের অবশ্যই জানাব।”সূত্র মারফত জানা গেছে কমল নাথ এবং নকুল নাথের সঙ্গে আরও ১০-১২ জন বিধায়ক এবং একজন মেয়রও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগেই একের পর এক ধাক্কার মুখে কংগ্রেস। দল ছাড়ছেন বড় বড় নেতারা। সম্প্রতিই দল ছেড়েছেন মিলিন্দ দেওরা থেকে শুরু করে অশোক চভন, বাবা সিদ্দিকি থেকে লাল বাহাদুর শাস্ত্রীর নাতি প্রভাকর শাস্ত্রী। এবার কমলনাথের এই ইস্তফায় আরও বড় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস এমনটাই মত বিশেষজ্ঞদের।