নিউজ ডেস্ক: পরিবেশে কোকিলের ডাক জানান দিচ্ছে
বসন্তের। শীত কার্যত বিদায়ের পথে। ফেব্রুয়ারি শেষ হয়নি তার আগেই পড়তে শুরু করেছে
গরম। পশ্চিমের জেলাগুলোতে এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। তবে শীতের আমেজ আরও কমে
যাবে ধীরে ধীরে।
বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টির
সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়।
বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বাকি জেলায়। আগামী দুদিন
শুষ্ক আবহাওয়া থাকার কথা উত্তরবঙ্গে। অন্যদিকে সিকিমের
তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিং, কালিম্পং এর
পার্বত্য এলাকায়। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম
আবহাওয়া রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকেই বঙ্গে আবহাওয়ার বদল চোখে পড়বে। সকাল- সন্ধ্যে শীতের আমেজ
থাকলেও দিনে ভালোই গরম অনুভূত হবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ
আরও কয়েকদিন থাকবে। তবে বাকি জেলাগুলি থেকে শীতের বিদায়পর্ব শুরু হয়ে গিয়েছে।
এদিকে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বুধ
ও বৃহস্পতিবার বীরভূম ও নদিয়া, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হতে
পারে। উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই জেরেই বৃষ্টি ও আবহাওয়ার
পরিবর্তন লক্ষ্য করা যাবে বাংলায়।
অন্যদিকে কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা শহরের তাপমাত্রাও
বাড়তে থাকবে। এখনই গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হবে না। কলকাতায় সোমবার সর্বনিম্ন
তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি
সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে
তাপমাত্রা থাকবে ২২ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের কিছু
জেলায় কার্যত শীত উধাও হবে আগামী কয়েক দিনে। সোমবার থেকেই আবার ঊর্ধ্বমুখী হবে
তাপমাত্রা।