নিউজ ডেস্ক: এবারও সুকৌশলে হাজিরা এড়ালেন আপ
সুপ্রিমো। ষষ্ঠবারের জন্য ইডির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ
কেজরিওয়াল। জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ
কেজরিওয়াল সোমবার ইডির সামনে হাজির হবেন না। এই প্রসঙ্গে কেজরিওয়াল বলেন,
‘ইডি-র সমন বেআইনি। ইডি তলবের বৈধতার বিষয়টি এখন আদালতে রয়েছে।
বারবার সমন পাঠানোর পরিবর্তে ইডির উচিত আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা।’
দলের তরফে আরও বলা হয়েছে, “ইডি নিজেই আদালতের দ্বারস্থ হয়েছে। বারবার সমন পাঠানোর পরিবর্তে, ইডি-র উচিত আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা।” উল্লেখ্য ১৪
ফেব্রুয়ারি, কেন্দ্রীয় এজেন্সি কেজরিওয়ালকে ষষ্ঠ সমন জারি
করে। তাঁকে ১৯ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে সোমবারও তিনি ইডির সমন
এড়াবেন বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, দিল্লি
আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় সিবিআইয়ের পক্ষ থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে
জেরা করা হয়েছিল। এরপর আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ
কেজরিওয়ালকে তলব করে তদন্তকারী সংস্থা। তবে এই প্রথম নয় এর আগে ২ নভেম্বর এবং ২১
ডিসেম্বর আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালকে ইডি তলব করেছিল। কিন্তু সেই তলবে
সাড়া দেননি আপ প্রধান। এই নিয়ে কেজরিওয়ালকে ষষ্টবার তলব করল ইডি। বারবার ইডি তলব নিয়ে দলের তরফে জানানো হয়েছে,
কেজরিওয়াল যাতে লোকসভা ভোটের আগে প্রচারে নামতে না পারেন, সেজন্য তাঁকে গ্রেফতার করাই তাদের পরিকল্পনা।